Posts

পৃথিবীর সকল জনপ্রিয় ফ্রী অ্যান্টিভাইরাসের Hidden অফলাইন সেটাপ ফাইল ডাউনলোড করুন আর আপনার কম্পিউটারকে বিনামূল্যে সুরক্ষিত রাখুন

Image
এখনকার দিনে ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার এর জনপ্রিয়তা ব্যপক তা নিয়ে কোন সন্দেহ নেই। প্রত্যেক বছর সবচেয়ে বেশী রেটিং পাওয়া সফটওয়্যারগুলো প্রায় লক্ষাধিকবার ডাউনলোড হয়। এসব সফটওয়্যার কোম্পানির সমস্যা হল এতে নতুন ফিচার যোগ করতে গিয়ে সফটওয়্যারের অনেক বেশী পরিমানে আপডেট তারা রিলিজ করে। তবে বেশীর ভাগ মানুষই এই আপডেট গুলো ইন্টারনেট সমস্যার জন্য ডাউনলোড করতে পারেনা। সেক্ষেত্রে তারা অফলাইন ইন্সটলার খুজে থাকে যা তারা ইন্টারনেট কানেকশন ছাড়াই ইন্সটল এবং ব্যবহার করতে পারবে। তো যাই হোক, আজকের এই টিউনে আপনাদের সামনে এরকম কিছু হিডেন টিপস শেয়ার করবো যা আপনাকে এই রকম অফলাইন ইন্সটলার গুলো খুব সহজেই ডাউনলোড করার পথ দেখিয়ে দিবে। তবে এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো আমার টিউনটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে।  তো যাই হোক চলুন দেখে নেয়া যাক কিছু অ্যান্টিভাইরাসের অফলাইন ইন্সটলার ফাইল খুজে বের করার উপায়। Ad-Aware ফ্রি এন্টিভাইরাস Ad-Aware অফিসিয়ালি পুরো সেটাপ ফাইল দেয়না, কিন্ত ভাগ্য ভালো যে এর নতুন অফলাইন ভার্সন দুটি ডাউনলোড পোর্টাল সাইট  FileHippo  এবং  MajorGeeks  এ পাওয়া যায়। আপন